স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ)-এর উদ্যোগে ২২ মে ২০২৫, বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ সম্মেলন কক্ষে ১৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম, যিনি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, বিআরপিওডব্লিউএ চট্টগ্রাম শাখার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আল্লাহ্ বকশসহ অন্যান্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকরা।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সঞ্চারের পাশাপাশি তাদের সাফল্যের প্রতি যথাযথ স্বীকৃতি প্রদান করে।