ইশরাকের শপথ ঠেকাতে আপিল বিভাগে যাচ্ছেন রিটকারীর আইনজীবী

স্বাধীন সংবাদ ডেস্ক:

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে শপথ নিতে বাধা নেই বিএনপির এই নেতার। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের আদেশ দেন।

হাইকোর্টের আদেশ বলা হয়, রিটকারীর এ মামলায় রিট করার এখতিয়ার নেই, এ মর্মে রিট খারিজ করা হলো। যেহেতু মামলাটি জনস্বার্থ বিষয় নয়, এটিতে ব্যক্তি স্বার্থ জড়িত। রিটকারী এ মামলায় পক্ষভুক্ত হতে পারেন না। এ মর্মে রিট সরাসরি খারিজ করা হলো।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাব। জোরপূর্বক আদেশ আদায় করা হয়েছে।

এদিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রিট খারিজ হওয়ায় শপথে বাধা নেই, শপথ না দিলে আদালত অবমাননার শামিল হবে। ২৪ ঘণ্টার মধ্যে শপথের ব্যবস্থা না করলে আদালত অবমাননা হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যে উপদেষ্টা শপথ দিতে এতদিন বাধা দিয়েছেন তিনি কোনো দলের পক্ষে এটা করেছেন, আজকের আদেশের পর শপথে বাধা নেই। সুপ্রিম কোর্টের আইনজীবীরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন মামলার প্রতি।

এর আগে গতকাল বুধবার (২১ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট।

গত ১৪ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *