স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসন ও বিআরটিএ, নারায়ণগঞ্জ-এর সহায়তায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৫টি পরিবারকে মোট ৬৭,০০,০০০ টাকা (সাতষট্টি লক্ষ) চেকের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে।
এই চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক, যা দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে।