স্বাধীন সংবাদ ডেস্ক:
স্টাফ রিপোর্টার | স্বাধীন সংবাদ
আওয়ামী লীগ সংশ্লিষ্ট হত্যাকারীদের জামিন পাওয়া, আর সাধারণ রাজনৈতিক বন্দিদের জামিন না হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা ও শেখ হাসিনার পদত্যাগ দাবি আন্দোলনের সামনের সারির মুখ সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) এক ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন এবং বর্তমান বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেন।
পোস্টে সারজিস আলম লিখেছেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। কিন্তু যাদের পক্ষে নেই অর্থবল বা দলীয় শক্তি, তাদের জামিনও হয় না।” তিনি অভিযোগ করেন, বিচারব্যবস্থায় এমন বৈষম্য শুধু রাজনীতিক নয়, মানবাধিকার লঙ্ঘনের একটি বড় দৃষ্টান্ত।
বিশেষভাবে হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শাপলা হত্যাকাণ্ডে দায় চাপিয়ে বহু নিরীহ আলেমকে এখনও হয়রানি করা হচ্ছে। তারা আদালতের চক্কর কাটছেন, কারাবন্দি জীবন যাপন করছেন, অথচ প্রভাবশালী বহু আসামি জামিনে মুক্ত।”
সারজিস আলম বিচারপ্রক্রিয়ায় এই অসমতাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বলেন, “এই জামিনগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং কোন বিচারকের প্রত্যক্ষ সহযোগিতায় হয়?”
তিনি আরও বলেন, “প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনে বহু মানুষ নিহত হয়েছেন, কিন্তু নয় মাসেও একটি বিচারকার্য শুরু হয়নি। এত মানুষের রক্ত ঝরার পরও একটি খুনেরও বিচার হয়নি।”
এই প্রেক্ষাপটে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি বলেন, “এই দায় কি আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার এড়িয়ে যেতে পারেন? যদি না পারেন, তাহলে কি আমাদের তাঁর পদত্যাগ দাবি করা উচিত নয়?”
সারজিসের বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে বিচারব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায়বিচার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি এখন আরও জোরালো হচ্ছে।