আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শনিবার সকাল ১১টায় পাইথালী বাজার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, এই তিনটি গ্রামকে নিয়ে একটি মাস্টার কমিটি ও পৃথক তিনটি উপ-কমিটি গঠনের মাধ্যমে দ্রুত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। তিনি সভার শেষ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে গ্রাম তিনটিকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন, ইন্সপেক্টর আ. ওয়াদুদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।