কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩০ জন তরুণ-তরুণীকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হোটেল মরিয়ম, হোটেল রাজ, হোটেল নিরিবিলিসহ কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।
ওসি আফতাব উদ্দিন জানান, “জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রম ও অসামাজিক কার্যকলাপ বন্ধে চান্দগাঁও থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আমাদের ১০টি দল অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কার্যকলাপ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।”
সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, চট্টগ্রাম নগরীর অন্যান্য থানা এলাকাতেও এ ধরনের পতিতালয় ও অসামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। শুধু চান্দগাঁও নয়, পতেঙ্গা থানাসহ নগরীর প্রতিটি থানায় একইভাবে অভিযান চালানো জরুরি বলে তারা মত প্রকাশ করেছেন।
একজন নাগরিক প্রতিনিধি বলেন, “চান্দগাঁও থানার মতো সাহসী ও আন্তরিক ভূমিকা অন্যান্য থানা পুলিশের মধ্যেও দেখতে চাই। পুলিশের এই উদ্যোগ নগরের সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”