ছাত্র উপদেষ্টাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।

২৪ মে, শনিবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে যুক্ত হলেও, এখন যদি তারা রাজনীতিতে যুক্ত হতে চান বা নির্বাচন করতে চান, তবে তা সরকারের বাইরে গিয়ে নিজস্ব সিদ্ধান্তে করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের রাজনীতিতে এক-এগারোর পূর্বাভাস দেখা যাচ্ছে এবং জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংঘটিত অভ্যুত্থান ব্যর্থতার দিকে যাচ্ছে।

তিনি নির্বাচন, বিচার ও সংস্কার প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশার অভিযোগ তোলেন। করিডোর ইস্যুতে সরকারের ভিন্নমতপূর্ণ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *