২৫ বছরের রজতজয়ন্তীতে শাকিব খান

স্বাধীন বিনোদন ডেস্ক:  

ঢালিউডের সুপারস্টার শাকিব খান তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। এই দীর্ঘ পথচলায় তিনি পেয়েছেন ‘কিং খান’ উপাধি এবং বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

২৫ বছরের ক্যারিয়ারে শাকিব খান

শাকিব খান তার ক্যারিয়ারের শুরুতে মাত্র তিন মাসের জন্য চলচ্চিত্রে এসেছিলেন। তবে সেই তিন মাসের সফর এখন ২৫ বছরে পরিণত হয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন। এক সময় হতাশ হয়ে চলচ্চিত্র ছাড়ার কথাও ভেবেছিলেন, কিন্তু দর্শকদের ভালোবাসা তাকে নতুন করে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে।

মেরিল-প্রথম আলো পুরস্কারে বিশেষ সম্মাননা

গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শাকিব খানকে তার ২৫ বছরের চলচ্চিত্র জীবনের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।

গ্ল্যামারাস লুকে শাকিব খান

অনুষ্ঠানে শাকিব খানকে দেখা যায় ডার্ক ব্ল্যাক স্যুটের ওপর কালো ঝলমলে কোট, চোখে সানগ্লাস এবং বুকে ‘SK’ লেখা ব্রোচসহ এক গ্ল্যামারাস লুকে। সামাজিক মাধ্যমে এই লুকের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন।” এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তার লুকের প্রশংসা করেন।

আসছে ‘তাণ্ডব’

শাকিব খান বর্তমানে রায়হান রাফী পরিচালিত নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন জয়া আহসান, সাবিলা নূরসহ আরও অনেকে। সিনেমার ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘তাণ্ডব’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

শাকিব খানের এই নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনা চলছে।শাকিব খানের ২৫ বছরের এই যাত্রা এবং তার নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *