স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। গত একদিনে ইসরাইলি আগ্রাসনে আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত ও ২০০-এর বেশি আহত হয়েছেন। এই নতুন প্রাণহানির পর গাজায় নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯ জন নিহতের পাশাপাশি ২১১ জন গুরুতর আহত হয়েছেন। মোট আহতের সংখ্যা এখন ১ লাখ ২২ হাজার ৫৯৩।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, ১৯ মাস ধরে চলমান এই সংঘর্ষে গাজায় প্রাণ হারিয়েছেন মোট ৫৩,৯০১ জন, আর আহতের সংখ্যা ১ লাখ ২২,৫৯৩। তবে উপত্যকার জনসংযোগ কার্যালয় বলছে, মৃতের সংখ্যা ৬১,৭০০-এর কাছাকাছি, যাদের অনেককে ধ্বংসস্তূপের নিচে মৃত ধরা হয়েছে।