জাতীয় কবির লেখনী স্বৈরাচারের বিরুদ্ধে ছিল সাহসী অস্ত্র: তারেক রহমান

স্বাধীন সংবাদ ডেস্ক: 


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবতার এক আপসহীন কণ্ঠস্বর—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২৫ মে, রবিবার জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “জাতীয় কবি নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, যিনি জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী চালিয়ে গেছেন।”

তারেক রহমান বলেন, ঔপনিবেশিক শাসকদের রোষানল সত্ত্বেও কবিকে সত্য উচ্চারণ থেকে বিরত রাখা যায়নি। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অসামান্য অবদান বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ ও কালজয়ী।
তিনি আরও উল্লেখ করেন, “নজরুলের সাহসী লেখনী আজও সকল স্বৈরাচারের জন্য আতঙ্কস্বরূপ। তার কবিতা ও গানে বারবার উচ্চারিত হয়েছে মানবতা ও সাম্যের বাণী।”

জাতীয় কবিকে উপমহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান বলেন, “তার সাহিত্য ও সংগীত আমাদের স্বাধীনতা সংগ্রামে বিপুল অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি ছিলেন অনবদ্য এক স্রষ্টা, যার সৃষ্টির আবেদন চিরকালীন।”

জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান জন্মবার্ষিকীর সকল কর্মসূচির সর্বাত্মক সাফল্যও কামনা করেন।
শেষে তিনি বলেন, “তার সৃষ্টিকর্ম চিরদিন আমাদের স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *