স্টাফ রিপোর্টার:
আগামী ২৮ মে ২০২৫ তারিখে নির্ধারিত “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে ওয়ারি থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ওয়ারি থানার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলি।
সভা সঞ্চালনা করেন ওয়ারি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিদুজ্জামান শাহিদ।
এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা জিয়া মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেন আকাশ, ওয়ারি থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভায় নেতারা সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।