স্বাধীন সংবাদ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচটি দাবি তুলে দিয়েছে। বৈঠক শেষে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে তারা ড. ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি শেষ করে দায়িত্ব পালন শেষে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেছেন।
নাহিদের ভাষ্যে, এনসিপির পাঁচটি মূল দাবি হলো:
১. জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, যা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের একটি প্রধান দাবি ছিল। এ বিষয়ে ড. ইউনূস আশ্বস্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
২. জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করা।
৩. শেখ হাসিনার শাসনকালে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করা, কারণ ওই সময়ের নির্বাচনগুলো নির্বাচনী অধিকার হরণ করে ও অস্বচ্ছ পরিবেশে পরিচালিত হয়েছে।
৪. বর্তমান নির্বাচনী কমিশনের প্রতি আস্থা না থাকার কারণে ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দ্রুত আয়োজন করার দাবি।
৫. জুলাই গণহত্যার বিচারের দ্রুততা এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন মো. নাহিদ ইসলাম। দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাও ছিলেন এ প্রতিনিধিদলে।