মানিক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৭৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৬ মে) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম উজ্জ্বল (৩০)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা উজ্জ্বলকে চিহ্নিত করা হয়। পরে তাকে আটক করে শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মাদকদ্রব্য ইয়াবা দেশের যুবসমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এ ধরনের অভিযান মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী। স্থানীয়ভাবে এ অভিযানের প্রশংসা করেছেন অনেকেই।