চট্টগ্রামে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১২ গরু উদ্ধারসহ এক ডাকাত গ্রেফতার

কামরুল ইসলাম:


চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকা থেকে ছিনতাইকৃত ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। একইসাথে গ্রেফতার করা হয়েছে এক ডাকাতকে।

২৪ মে ২০২৫ তারিখ রাতে নোয়াখালীর হাতিয়া বাজার থেকে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহফুজ ১২টি গরু ক্রয় করে একটি ট্রাকে করে হাটহাজারী থানার উদ্দেশ্যে রওনা দেন। ২৫ মে ভোররাতে সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাতদল তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরু ভর্তি ট্রাক, নগদ ৭৪ হাজার টাকা, ৬টি মোবাইল, গরুর রশিদ ও গাড়ির কাগজপত্র লুট করে নেয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে। ২৬ মে অভিযানে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকা থেকে ডাকাতি হওয়া গরুগুলোসহ ট্রাক উদ্ধার এবং মোঃ তানজিদ হোসেন তামিম (পিতা: আবু তাহের) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *