নিজাম উদ্দিন:
ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রি এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়।
সোমবার (২৬ মে) বিকালে নোয়াখালি সোনাইমুড়ি উপজেলাব দেওটি ইউনিয়নের ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের নিজস্ব ভবনে ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা গোলাম মুর্তজা। রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে মতবিনিময় সভা ও এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, বিশেষ আলোচক প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহীরুল ইসলাম, জামায়াত ইসলামী বাংলাদেশ দেওটি ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. সামসুুল আরেফিন জাফর , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ি প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব , সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক জাতীয় স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ, দপ্তর সম্পাদক হানিফ রানা, কোষাধক্ষ এম এ রহমান বিপ্লব, সদস্য মাহবুবুল হাসান, নজরুল ইসলাম এরশাদ সহ সোনাইমুড়ী – চাটখিল উপজেলার সাংবাদিক ও রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন বাংলাদেশের গণ্ডি পেরিয়েও বিশ্বের ১৭ টি দেশে স্বেচ্ছাসেবীর কাজ চলমান রয়েছে। এ ধরনের সেবা কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের মাঝে স্বাস্থ্য, চিকিৎসাসহ সকল সেবা পৌঁছে দিতে চাই।
আলোচনা শেষে পরে দেশ ও জাতীর শান্তি ও সংগঠননের মঙ্গল কামনায় দোয়া করা হয়।