কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা জেলার আট উপজেলা থেকে উদ্ধার করা ৫১টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে। জেলা পুলিশের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা চট্টগ্রামের ১৭টি থানার মোবাইল হারানোর জিডি পর্যালোচনা করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইলগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে রাউজান থানার ১৩টি, লোহাগাড়া থানার ৭টি, রাঙ্গুনীয়া থানার ৯টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনীয়া থানার ৭টি এবং জোরারগঞ্জ থানার ৭টি।
মোবাইল হারানো মালিকরা তাদের ফোন ফিরে পেয়ে অত্যন্ত খুশি এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানায়, অনেক ক্ষেত্রেই অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইএমইআই নম্বরসহ মোবাইল ক্রয়ের মাধ্যমে প্রতারিত হচ্ছেন ব্যবহারকারীরা। তাই মোবাইল কেনার সময় অফিসিয়াল শোরুম বা ভেরিফাইড মার্কেট থেকে ক্রয় করার পাশাপাশি বিক্রেতার পরিচয়, বক্স, রশিদ ও আইএমইআই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ আরও অনুরোধ করেছে, মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার মাধ্যমে আইনি সুরক্ষা নিশ্চিত করতে। কারণ অপরাধী মোবাইল ব্যবহার করলে তার দায় প্রকৃত মালিকের উপর পড়তে পারে।
চট্টগ্রাম জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারসহ অস্ত্র ও মাদক উদ্ধার, আসামি গ্রেফতারসহ জননিরাপত্তা রক্ষায় কাজ অব্যাহত রাখবে।