স্বাধীন সংবাদ ডেস্ক:
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে এবং জাপান সময় দুপুর ২টা ১৫ মিনিটে টোকিওর হানেডা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নির্ধারিত ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সফরকালে ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য “নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া” সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সফরে বাংলাদেশের এক লাখ দক্ষ জনশক্তিকে জাপানে প্রেরণ, মাতারবাড়ি-মহেশখালীর চলমান প্রকল্পে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ আকর্ষণ—এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা-এর সঙ্গে বৈঠক করবেন তিনি।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হতে পারে। দ্বিপক্ষীয় অমীমাংসিত ইস্যুগুলোতেও আলোচনা হবে, যদিও সামরিক খাত এই আলোচনায় অগ্রাধিকার পাবে না।
সফরে সরাসরি ঢাকা-জাপান বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে, যা কিছুদিন ধরে এয়ারক্রাফট সংকটের কারণে বন্ধ রয়েছে। এছাড়া জাপানের কাছ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তা প্রস্তাবও উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।