নারায়ণগঞ্জে কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র আস্তানায় র‍্যাব-১১ এর অভিযান: বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ডি কোম্পানি’ নামক কিশোর গ্যাংয়ের আস্তানায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, ২৮ মে ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানকালে গ্রেফতার করা হয় ‘ডি কোম্পানি’র সদস্য বাপ্পী (২৯), পিতা: মৃত ইমরান, সাং: চরকাশিপুর ও মো. ইমরান (৩০), পিতা: মো. জাহাঙ্গীর হোসেন, সাং: পশ্চিম মাসদাইর – উভয়ের বাড়ি ফতুল্লা থানার অন্তর্গত।

অভিযানে ঐ বাসা থেকে উদ্ধার করা হয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি এবং ২টি চাপাতি।

র‍্যাব জানায়, ‘ডি কোম্পানি’ কিশোর গ্যাংটি এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্কের সৃষ্টি করে আসছিল। অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট, মাদক ব্যবসা, এমনকি অর্থের বিনিময়ে সহিংস কার্যক্রম পরিচালনাসহ নানা অপরাধে লিপ্ত ছিল তারা। তাদের এসব কার্যক্রমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল।

উল্লেখ্য, র‍্যাব-১১ এর ধারাবাহিক অভিযানে গত ০১ আগস্ট ২০২৪ হতে এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। ২৩ মে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের কোন্দলে এক কিশোর নিহতের ঘটনায় ২ আসামি ও ২৭ মে হোসিয়ারি শ্রমিক ফারুক হত্যার ঘটনায় আরও ৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ জানায়, কিশোর গ্যাং সংস্কৃতি ও তাদের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *