চান্দগাঁও থানার অভিযানে রিভার প্যালেস হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৪ জন গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এবং দিকনির্দেশনায় অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রিভার প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ মে ২০২৫, রাত ১টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও থানার এসআই মো. ফয়সাল, এএসআই সুজন কুমার দাশ, এএসআই আমিনুল হক, নারী কনস্টেবল শান্তা আক্তার এবং সুফিয়া আক্তার—ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন:

১. জিন্টু দাস (৩১) – পিতা: বাবুল দাস, ঠিকানা: শীলছড়ি, নতুন বাজার, কাপ্তাই, রাঙ্গামাটি।
২. মোঃ রায়হান (২৬) – পিতা: আহামদুল হক, ঠিকানা: পশ্চিম নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম।
৩. তিস্তাই ইসলাম আসমা (২৩) – স্বামী: শাওন, ঠিকানা: হামিরাবাদ, লাকসাম, কুমিল্লা। বর্তমানে বসবাস করছেন অলংকার এলাকায়।
৪. ছেনোয়ারা বেগম (৩৫) – স্বামী: মোঃ কামাল, ঠিকানা: ফুলুসকুল, কক্সবাজার। বর্তমানে থাকছেন মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ১০৩ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

ওসি আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানা এলাকায় অপরাধ দমনে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *