বাঙালি জাতির বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলেন আবু বাকের মজুমদার

মোঃ আনজার শাহ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রশ্নবোধক পোস্ট দিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু বাকের মজুমদার লেখেন, “১৫ই জুলাই নারীদের লাত্থি মেরে, মাথা ফাটিয়ে শেষবার সম্মতি উৎপাদনের চেষ্টা করেছিল ছাত্রলীগ। ভিন্নমত সহ্য না করে সংঘর্ষের উদ্দেশ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দিতো তারা। ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের দোকান খুলে যাকে-তাকে স্বাধীনতাবিরোধী ট্যাগ দিয়ে হামলা ও হত্যার মতো কাজকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা চলতো।”

তিনি আরও লেখেন, “আর এখন নারীদের লাত্থি মারে কারা? ভিন্নমতকে সহ্য করতে পারছে না কারা? কারা একাধিক ‘দোকান’ খুলে দায় এড়িয়ে যাকে-তাকে শাহবাগী ট্যাগ দিচ্ছে?”

এ বক্তব্যে তিনি পরোক্ষভাবে বর্তমান সময়ের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড ও গোষ্ঠীগত আচরণের সঙ্গে ছাত্রলীগের আগের ভূমিকার তুলনা করেন। প্রশ্ন তোলেন, বর্তমান এই প্রবণতা কী ছাত্রলীগের পুরনো রাজনীতির পুনরাবৃত্তি নয়?

আবু বাকেরের এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন মন্তব্যে, কেউ কেউ আবার একে সময়োপযোগী সাহসী বক্তব্য হিসেবেও দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *