স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী থানার পাশে অবস্থিত ‘আবাসিক হোটেল’ নাম ব্যবহার করে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা চলছিল—এমন অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।
দৈনিক স্বাধীন সংবাদ–এ প্রতিবেদন প্রকাশের পর গতকাল (২৮/০৫/২০২৫) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে ‘আবাসিক হোটেল পদ্মা’ ও ‘আবাসিক হোটেল টাইমস’ থেকে তিনজন পতিতা, দুইজন খদ্দের এবং হোটেল ম্যানেজারকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানার ওসি (অপারেশন) খালেদ, তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, হোটেল দুটিতে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি ও মাদক বাণিজ্য চলছিল।
থানা সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই যাত্রাবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়, “যেখানেই অন্যায়, যেখানেই অনিয়ম—সেখানেই থাকবে যাত্রাবাড়ী থানা পুলিশ। এলাকায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযানে কয়েকজন পতিতা ও হোটেল ম্যানেজার আটক হলেও মূল মালিকরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তারা নিয়মিত এসব কর্মকাণ্ড পরিচালনায় জড়িত থাকলেও এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যেন আবাসিক হোটেলের নামে চলা অসামাজিক কার্যকলাপ ও মাদক কারবার চিরতরে বন্ধ হয়।