গাজায় ইসরায়েলি অভিযানে হামাসের হাতে থাকা ২০ জিম্মি নিহত

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:


গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া, দেড় বছরেরও বেশি সময় ধরে চলা দখলদার বাহিনীর অভিযানে কমপক্ষে ৫৪ জন ইসরায়েলি বন্দির জীবনও বিপন্ন হয়ে উঠেছে।

শুক্রবার (৩০ মে) ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর এক অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। খবর আনাদোলু এজেন্সি-র।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬০১ দিনের সংঘাতে ইসরায়েলি বিমান হামলাসহ সেনাবাহিনীর অভিযানে সরাসরি বা ‘বন্দিদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যক্রমের’ কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

জিম্মিদের হত্যার বিষয়টি নিয়ে ইসরায়েল কিংবা হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

হারেৎজ আরও জানায়, জিম্মিদের নিরাপত্তা বিবেচনায় অনেক হামলা এড়ানো হলেও ইসরায়েলি সেনাবাহিনী ‘নিরাপদ দূরত্ব’ হিসেবে কয়েকশ মিটার দূরত্বে হামলার অনুমতি দিয়ে আসছে।

একটি সামরিক সূত্র হারেৎজ-কে জানায়, “যত বেশি হামলা হবে, ঝুঁকি তত বেশি বাড়বে।”
আরেকজন স্বীকার করেন, “যেখানে (জিম্মিদের সম্পর্কে) কোনো তথ্য নেই, সেখানেও হামলা চালানো হয়।”

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৪ হাজার ৩৮১ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে।

দীর্ঘ দেড় বছরের অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তার মাত্র দুই মাস পর ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১১ হাজার জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *