পাটের পুনরুজ্জীবনে গুরুত্বারোপ করলেন ড. মুহাম্মদ ইউনূস

স্বাধীন সংবাদ ডেস্ক: 

পাটের হারানো গৌরব স্মরণ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর বহুমুখী ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “যখন আপনি পাট নিয়ে কথা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয়। এই দেশটি বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে। অথচ আমরা এখনো পাটকে শুধু বস্তা তৈরির উপকরণ হিসেবেই বিবেচনা করছি, যা একে যথাযথ সম্মান দেয় না।”

রোববার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা একসঙ্গে পাটকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সঠিক অবস্থান দিতে একটি দারুণ সূচনা করতে পারি। পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের জন্য পাটের ব্যবহার আরও বাড়ানো জরুরি।”

তিনি বাংলাদেশের জামদানি, ঢাকাই মসলিনসহ ঐতিহ্যবাহী কাপড় শিল্পের প্রসঙ্গ টেনে বলেন, “যেভাবে ঢাকাই মসলিন ছিল পৃথিবীখ্যাত, ঠিক একইভাবে পাটও আমাদের গর্ব। এর বহুমুখী ব্যবহার সম্ভব এবং তা আমাদের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”

সম্মেলনে চীনের প্রায় ১০০টি কোম্পানির ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *