স্টাফ রিপোর্টার:
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের অর্ধশতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। রোববার (১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এসআই মারুফ যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষদের আসামি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং গ্রামবাসীদের হয়রানি বন্ধ করতে হবে।
তারা অভিযোগ করেন, একেএম মর্তুজা রাসেল দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে চৌগাছা থানার ওসিকে ব্যবহার করে অধৈর্যভাবে জমি দখলের চেষ্টা করছেন। একইসাথে, গ্রামের সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
তথ্য অনুযায়ী, একেএম মর্তুজার পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে সাধারণ গ্রামবাসীদের হয়রানির উদ্দেশ্যে চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ গত ৭ মে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: ০৭, জি.আর. ১০৩/২৫)। মামলায় ওসি আনোয়ারের পক্ষেই অভিযোগ করা হয়।
বক্তারা জানান, এসব মিথ্যা মামলায় গ্রামবাসীদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে এবং পুলিশি হয়রানির মাত্রা দিন দিন বাড়ছে। তারা দ্রুত এ মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।