স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের অর্ধশত গ্রামবাসীর বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ গ্রামবাসী। রোববার সকালে (১জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। এ সময় মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারের উপর যে হামলার ঘটনাকে কেন্দ্র করে এসআই মারুফ বাদী হয়ে সাধারণ খেটে খাওয়া মানুষেকে আসামি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধ করতে হবে।
তারা অভিযোগ করেন, একেএম মর্তুজা রাসেল অধৈবভাবে জমি দখল করতে চৌগাছা থানার ওসিকে দির্ঘদিন ধরে অর্থের মাধ্যমে ব্যবহার করছে। একইসাথে, গ্রামের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে।
জানাযায়, একেএম মতুর্জার পারিবারিক জমি সংক্রান্ত দন্ডের জেরে সাধারণ গ্রামবাসীকে হয়রানির উদ্দেশ্য এ মামলা করেন এসআই মারুফ। গত ৭ মে ওসি আনোয়ারের পক্ষে এসআই মেহেদী হাসান মারুফ চৌগাছা থানায় (০৭, জি,আর ১০৩/২৫) একটি মামলা করেন।