শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান নবীউল্লাহ নবীর

স্টাফ রিপোর্টার:

শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, “এখন আর সংস্কার ও বিচারের নামে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। নির্বাচন বিলম্বের যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।”

শনিবার (৩১ মে) রাজধানীর যাত্রাবাড়ী থানা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নবীউল্লাহ নবী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”

তিনি আরও বলেন, “দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এ ধরনের নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে— যা বারবার প্রমাণিত হয়েছে। তাই নির্ধারিত সময়েই বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।”

নবীউল্লাহ নবী হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দিতে চায়— জনগণকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।”

অনুষ্ঠানে যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *