কামরুল ইসলাম:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে গত ৪ জুন ২০২৫, রাত ১টা ১০ মিনিটে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এএসআই মোঃ ফারুক মিয়া, এএসআই মোঃ জালাল উদ্দিন এবং এসআই সুজন কুমার দাশসহ সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় যাদের গ্রেফতার করা হয় তারা হলো:
১. সুভ্রত চৌধুরী (৩০) – স্থায়ী ঠিকানা: শাকপুরা, বোয়ালখালী; বর্তমান: মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও।
২. মোঃ মবিন (৩৪) – স্থায়ী ঠিকানা: শিলকুপ, বাঁশখালী; বর্তমান: হামিদচর, চান্দগাঁও।
৩. মোঃ জাহাঙ্গীর (৪৫) – স্থায়ী ঠিকানা: শিলকুপ, বাঁশখালী; বর্তমান: চাপ্তাই, বাকলিয়া।
৪. মোঃ জালাল উদ্দিন ওরফে আরিফ (২৬) – স্থায়ী ঠিকানা: পাহাড়তলী, রাউজান; বর্তমান: জাহেদ কলোনি, চান্দগাঁও।
৫. মোঃ আব্দুর রহিম (৩৩) – স্থায়ী ঠিকানা: মহামনি, রাউজান; বর্তমান: চান্দগাঁও।
চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন জানান, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।