স্বাধীন সংবাদ ডেস্ক:
আসন্ন যুক্তরাজ্য সফরের প্রাক্কালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে হাইকমিশনার প্রফেসর ইউনূসকে রাজা চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন জানান, জবাবে ইউনূস বলেন, “এটি একটি বড় সম্মান।” প্রধান উপদেষ্টা আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন বলে জানা গেছে।
সফরকালে তার ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আলোচনায় উভয়পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল, অভিবাসন এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারসহ অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারমূলক উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়।
এছাড়াও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান জাতীয় ঐকমত্য সংলাপ নিয়েও আলোচনা হয়, যা ইতোমধ্যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। বাংলাদেশের সামুদ্রিক গবেষণাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও গবেষক প্রশিক্ষণের আগ্রহও জানান অধ্যাপক ইউনূস। সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।