অনির্বাচিতদের হাতে দেশ নিরাপদ নয়: খায়রুল কবির

স্বাধীন সংবাদ ডেস্ক:


বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, অনির্বাচিত সরকারের অধীনে দেশ ও জাতি নিরাপদ নয়। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বাড়বে।

সোমবার (১০ জুন) নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, “অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তা নানা সংকটের জন্ম দেয়। বর্তমানে দেশে লেজে গোবরে অবস্থা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। এই টাকায় তারা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।”

বর্তমান সরকারের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার বিষয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই বলেই সংকট আরও ঘনীভূত হচ্ছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়ে এখনো কোনো রোডম্যাপ বা নির্দিষ্ট দিন-তারিখ নেই। ৫ আগস্টের পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে সরকারের কোনো স্পষ্ট বক্তব্য নেই, এতে জনগণের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “৯০-এর স্বৈরশাসনের পতনের পর তিন মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অথচ এখন সরকার সময়ক্ষেপণ করে নিরপেক্ষতার জায়গা হারাচ্ছে।”

খায়রুল কবির খোকন সতর্ক করে বলেন, “দু-একটি দলকে সুবিধা দিতে গিয়ে যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলা হয়, তবে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মন বুঝে কাজ করুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *