ঈদে ঝড় তুলেছে শাকিব খানের ‘তাণ্ডব’, তিন দিনে আয় ১.৮৫ কোটি টাকা

স্বাধীন বিনোদন ডেস্ক: 

ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঈদুল আজহার পর মুক্তির পর থেকেই শোবিজ অঙ্গনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। রায়হান রাফী পরিচালিত এই অ্যাকশনধর্মী থ্রিলার ছবিটি দর্শক ও সমালোচক—দুই মহল থেকেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ছবির তালিকায় শীর্ষে রয়েছে ‘তাণ্ডব’। মাল্টিপ্লেক্সে টানা হাউজফুল চলার পাশাপাশি দেশের ১৩৩টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি, যেখানে অধিকাংশ প্রেক্ষাগৃহে শুরুর দিন থেকেই দর্শকের ঢল নামে।

আয় ও রেকর্ড ভাঙা

মুক্তির প্রথম দিনেই স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছিল ২৮টি শো। সেখান থেকে প্রথমদিনে ছবির আয় দাঁড়ায় প্রায় ৩৬ লাখ ৭৪ হাজার টাকা, যা আগের রেকর্ডধারী ছবি ‘দরদ’-এর প্রথমদিনের আয় (৩০ লাখ ৬৮ হাজার টাকা)-কে ছাড়িয়ে যায়।

ঈদের দ্বিতীয় দিন শোয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১টিতে এবং আয় হয় প্রায় ৭৪ লাখ টাকা

তৃতীয় দিনেও অব্যাহত ছিল দর্শকদের ভিড়। এদিন আয় হয় প্রায় ৭৫ লাখ টাকা। সবমিলিয়ে মুক্তির তিন দিনেই ‘তাণ্ডব’ এর মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা, যা চতুর্থ দিনে ২ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

স্টার সিনেপ্লেক্সে রেকর্ড

স্টার সিনেপ্লেক্সে মুক্তির তিন দিনেই ছবিটির ১০৬টি শো হাউজফুল গেছে। দর্শকদের অনেকে টিকিট না পেয়ে হলে থেকে ফিরেও গেছেন বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। মাল্টিপ্লেক্স ছাড়াও দেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে সর্বোচ্চ রেন্টাল নিয়ে মুক্তি পাওয়া এ ছবিটি সেখানে থেকেও উল্লেখযোগ্য পরিমাণে আয় করেছে বলে জানা গেছে।

নির্মাতা ও প্রযোজকের প্রতিক্রিয়া

পরিচালক রায়হান রাফী বলেন,

“এত উচ্চ রেন্টাল দিয়ে এর আগে বাংলাদেশে কোনো সিনেমা মুক্তি পায়নি। আমি আশাবাদী, তাণ্ডব বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর একটি হয়ে উঠবে। কারণ দর্শক এক মিনিটের জন্যও চোখ সরাতে পারবে না।”

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন,

“যে আগ্রহ আমরা দর্শকদের মধ্যে দেখছি, তাতে তাণ্ডব মাল্টিপ্লেক্স ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক শোয়ের সিনেমা হতে যাচ্ছে। দেশের ১৩৯টি হলে মুক্তির পরিকল্পনা থাকলেও ১৩৩টিতে মুক্তি পেয়েছে, প্রতিটি হল থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছি।”

অভিনয়শিল্পী ও নির্মাণ

রায়হান রাফীর এটি সপ্তম সিনেমা এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘তুফান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন, যেটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

উপসংহার

শুধু ঈদ উপলক্ষ্যে নয়, ‘তাণ্ডব’ ইতোমধ্যেই বছরের অন্যতম আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ছবিটির জনপ্রিয়তা এবং আয় পরিসংখ্যান বিবেচনায় বলা যায়, ঢাকাই সিনেমার সুদিন ফিরে আসার ইঙ্গিত মিলছে ‘তাণ্ডব’ থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *