কক্সবাজার প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত ‘কৃষি বিপ্লব’ কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক খাল কাটা আন্দোলনের অন্যতম সংগঠক, কক্সবাজারের প্রয়াত প্রশাসক এ. আর. খানের সহধর্মিণী ও বর্তমান বরিশালের টঙ্গীবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান কক্সবাজার সফরে এসেছেন।
এই উপলক্ষে কক্সবাজার পৌর বিএনপির কলাতলী ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার নেতৃবৃন্দ তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি ছিল এক ঐতিহাসিক আবেগঘন মুহূর্ত, যেখানে অতীতের সংগ্রাম ও আদর্শকে স্মরণ করে ভবিষ্যতের রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে।
সাক্ষাৎকালে নেতারা মরহুম এ. আর. খানের আত্মত্যাগ ও কৃষি বিপ্লব কর্মসূচিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের স্বনির্ভরতা অর্জনে এই আন্দোলন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার অনুপ্রেরণা এখনো জাতীয়তাবাদী রাজনীতিকে চালিত করে।
উপস্থিত নেতৃবৃন্দ:
-
আবদুল খালেক – সভাপতি, কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা, পৌর বিএনপি
-
নুর হোসাইন – সাধারণ সম্পাদক, একই শাখা
-
সিরাজউদ্দৌলা – সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক
-
নাছির উদ্দিন – সভাপতি, উত্তর আদর্শ গ্রাম সার্বিক সমাজ উন্নয়ন পরিচালক কমিটি
-
ওমর ফারুক – বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক কর্মী
নেতৃবৃন্দ নাদিরা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সমাজসেবামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অব্যাহত সাফল্য কামনা করেন। ভবিষ্যতে বিএনপির উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন।
ইতিহাস ও আদর্শের মিলনমেলা
এই সাক্ষাৎ শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি ছিল ইতিহাস, আদর্শ ও সংগ্রামের এক বিরল সংযোগ। নেতারা মনে করেন, জাতীয়তাবাদী রাজনীতিকে গতিশীল করতে এই ধরনের সংলাপ ও আন্তঃসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।