টাঙ্গাইলে ঈদুল আজহা উপলক্ষে তিন অসহায় পরিবারের মাঝে অর্থ সহায়তা দিল একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড

উজ্জ্বল মিয়া, টাঙ্গাইল:


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে তিনটি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড (AMSTFT)। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম এই সহায়তা প্রদান করেন।

সোমবার (৯ জুন) টাঙ্গাইল জেলার তিনটি উপজেলার তিনটি ভিন্ন পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ছয়শত গ্রামের একটি পরিবারকে ঘর নির্মাণে সহায়তা, করটিয়া ইউনিয়নের এক সড়ক দুর্ঘটনার শিকার যুবকের চিকিৎসা ব্যয় এবং দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা বাবদ এই অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা মানব সেবা ট্রাস্ট ফান্ডের মহাসচিব রমজান আলী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম, উপদেষ্টা নাছিমুজ্জামান রিপন, সহ-সভাপতি রাহিম মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ফারদিন আমিন, মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর মিয়া ও স্থানীয় স্বেচ্ছাসেবক মাসুদ রানা, লিটনের পিতা, সেলিম তালুকদার প্রমুখ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম বলেন,

“আমাদের লক্ষ্যই হলো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব করা। আমাদের স্লোগান— ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার’। এই মানবিক উদ্যোগ সিঙ্গাপুর প্রবাসী সদস্যদের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশে উপদেষ্টা নাজিমুজ্জামান রিপনের তত্ত্বাবধানে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড সবসময় সক্রিয় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *