স্বাধীন সংবাদ ডেস্ক:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষার উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, শুধুমাত্র সেসব স্থানে করোনা পরীক্ষা চালু করা হবে। এই পরীক্ষার সুযোগ পাবেন শুধুমাত্র উপসর্গ থাকা ব্যক্তিরা।
বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ। তিনি বলেন, “যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, তাদের করোনা পরীক্ষা পুনরায় চালুর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রাথমিকভাবে পরীক্ষা শুরু হবে
ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রধান হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষা চালু করা হবে।
অধ্যাপক হালিমুর রশীদ জানান, “আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে সীমিত আকারে পরীক্ষা চালু করতে পারব। সংক্রমণ যদি বাড়তে থাকে, তখন পরীক্ষার পরিধিও বাড়ানো হবে।”
কিট সংগ্রহ চলছে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু উপসর্গ থাকলেই মিলবে পরীক্ষার সুযোগ
স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট করেছে, কারও যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা করোনাসদৃশ উপসর্গ না থাকে, তাদের জন্য পরীক্ষার সুযোগ আপাতত থাকছে না।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান ও হাত ধোয়ার অভ্যাস এখনো করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।