কাঁঠালিয়ায় পর্যটককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা অভিযুক্ত

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

 


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছৈলার চরে ঘুরতে এসে হামলার শিকার হয়েছেন এক পর্যটক। মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগিনা সায়েমের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (৬ জুন) বিকেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা

ভুক্তভোগী আবু হাসান জানান, তিনি তার দুই সন্তানকে নিয়ে ছৈলার চরে ঘুরতে গেলে হঠাৎ করে মো. অলিউল্লাহ আহাদ ও সায়েমসহ ১০-১২ জন লোক তাকে ঘিরে ধরে মারধর করে। হামলার সময় তার মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

পরের দিন শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে আবু হাসানের বড় ভাই হায়দার আলীকে দ্বিতীয় দফায় হামলা করে অভিযুক্ত সায়েমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আবু হাসান কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ও তার ভাই হায়দার আলী উপজেলার মশাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং মতিউর রহমানের ছেলে। অভিযুক্ত অলিউল্লাহ আহাদ একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং সায়েম হেতালবুনিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, “ঘটনার পর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের মতে, পর্যটন কেন্দ্রে নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে। তারা দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *