স্বাধীন সংবাদ ডেস্ক:
যুক্তরাজ্যে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আসন্ন একান্ত বৈঠক রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১৩ জুন শুক্রবার, লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠককে কেন্দ্র করে ১০ জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চলমান রাজনৈতিক সঙ্কট, নির্বাচন ইস্যু ও কাঠামোগত সংস্কার নিয়ে যখন সরকার ও বিএনপির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন এমন উচ্চপর্যায়ের বৈঠককে অনেকেই দেখছেন সমঝোতার সম্ভাব্য সূচনা হিসেবে।
বিশ্বস্ত সূত্র মতে, লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এটি হবে একান্ত ‘ওয়ান টু ওয়ান’। বৈঠকের আয়োজন ও আমন্ত্রণ এসেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই।
এই বৈঠক সামনে রেখে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্থায়ী কমিটির জরুরি বৈঠক। সেখান থেকে বৈঠকের ব্যাপারে সব নেতার মতামত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
যদিও বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি, তবে তাঁরা বৈঠকটি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির গতিপথে বড় ধরনের পরিবর্তনের সূচনা ঘটাতে পারে।”