চট্টগ্রামে বিএনপি মৎস্যজীবী দলের পুনর্গঠন ও শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:


১০ জুন ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে ঈদ-পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী নাদিম চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার আহ্বায়ক শফিকুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার মোঃ জসিম উদ্দিন এবং প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম। এছাড়া তিন জেলার যুগ্ম আহ্বায়ক, থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় লিখিতভাবে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

মূল সিদ্ধান্তসমূহঃ

১. নিষ্ক্রিয় থানা কমিটি বাতিল ও পুনর্গঠন:
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত যে সকল থানা কমিটি নিষ্ক্রিয় এবং দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছে না, সেগুলো বাতিল করে আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে কমিটি পুনর্গঠন/অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

  1. সংগঠনের কাজে অবহেলার বিরুদ্ধে ব্যবস্থা:
    যেসব ব্যক্তি একাধিক পদে দায়িত্ব পালন করছেন কিন্তু মৎস্যজীবী দলে সময় দিচ্ছেন না এবং সংগঠনের কাজকে বাধাগ্রস্ত করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা যুগ্ম আহ্বায়কগণের সুপারিশের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অসম্পন্ন থাকা থানা, পৌর ও উপজেলা কমিটিসমূহ অনুমোদনের ক্ষমতা বিভাগীয় আহ্বায়ককে দেওয়া হয়।

  2. নাদিম চৌধুরীর ছবি পোস্টারে ব্যবহারের সিদ্ধান্ত:
    চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পোস্টার ও ব্যানারে প্রধান সমন্বয়কারী নাদিম চৌধুরীর ছবি অবশ্যই প্রকাশ করতে হবে – এই মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

  3. দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান:
    যেসব ব্যক্তি বা গোষ্ঠী দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও কেন্দ্রীয় মহাসচিব ও দায়িত্বপ্রাপ্তদের নিকট সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

সভায় বক্তারা দলকে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী করতে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচিকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *