কেন্দুয়ায় ভাইয়ের প্রতারণায় বোনদের জমির টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ

নাছিমা খাতুন সুলতানা:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৈতৃক সম্পত্তি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বোনেরা। জানা যায়, কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের মৃত জনাব আলীর মেয়ে বেদেনা আক্তার ও তার বোনেরা তাদের ভাই আবুল হাশেমের প্রতারণার শিকার হন।

১২ মে ২০২৫ তারিখে বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যরা সবাই মিলে পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য কেন্দুয়া সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিত হন। সেখানে জমির দলিল সম্পন্ন করে ২২ লক্ষ টাকা গ্রহণ করা হয়। কিন্তু দলিল শেষ হওয়ার পর জমি ক্রেতার কাছ থেকে পাওয়া সম্পূর্ণ টাকা বোনদের না দিয়ে আবুল হাশেম একাই টাকা নিয়ে প্রলোভন ও প্রতারণার মাধ্যমে পালিয়ে যান।

এ ঘটনার পর বেদেনা আক্তার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর ভাইকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর গ্রামে একটি শালিশী বৈঠকের মাধ্যমে আপাতভাবে বিষয়টি মীমাংসা করা হলেও, কিছুদিন পর আবুল হাশেম সেই সমঝোতা অমান্য করে জোরপূর্বকভাবে জমি দখল করে বোনদের সম্পূর্ণ পাওনা থেকে বঞ্চিত করেন।

এই প্রতারণার ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় দৈনিক পত্রিকার একাধিক সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে অভিযোগকারী বেদেনা আক্তার জানান, “আমরা সবাই বাবার সম্পত্তি বিক্রি করে একত্রে রেজিস্ট্রি করেছি। কিন্তু দলিলের পর ভাই আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে পালিয়ে যায়।”

ভুক্তভোগী পরিবারবর্গ অভিযোগ করে বলেন, দীর্ঘদিনেও তারা তাদের প্রাপ্য টাকা পাননি এবং এখন জমিও হারানোর আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে তারা নেত্রকোনা জেলার প্রশাসন, জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

(চলবে…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *