চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, নেতৃত্বে মির্জা ফখরুল

স্বাধীন সংবাদ ডেস্ক:

চলতি জুন মাসের শেষ দিকে চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সফরে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র পর্যায়ের অন্তত ১০ জন নেতা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুন প্রতিনিধিদলটি বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র স্বাধীন সংবাদ-কে জানায়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। পার্টি-টু-পার্টি সম্পর্ক জোরদার করাই সফরের মূল উদ্দেশ্য হলেও, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সফরটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সফর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্বাধীন সংবাদ-কে বলেন, “এর আগেও আমরা চীন গিয়েছিলাম, তবে সেটি ছিল মাল্টিপার্টি ডেলিগেশন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকরাও ছিলেন। এবার এটি এককভাবে বিএনপির ডেলিগেশন। দলীয় মহাসচিব এই সফরের নেতৃত্ব দেবেন, এবং সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। সবকিছু চূড়ান্ত হলে জুনের শেষ দিকে সফরটি বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “চীনে সাধারণত পার্টি এবং সরকার একসঙ্গে কাজ করে থাকে। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে, কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সরাসরি সম্পর্ক ও বোঝাপড়া বৃদ্ধি করা।”

এর আগে গত মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির প্রতিনিধিদল। ওই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন বিএনপি নেতারা।

চীনের কমিউনিস্ট পার্টি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করে থাকে। সে ধারাবাহিকতায় বিএনপিসহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও পূর্বে আমন্ত্রণ পেয়েছে। তবে এবারের সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, এটি একান্তভাবে বিএনপির নেতৃত্বাধীন এবং বর্তমান ভূরাজনৈতিক ও দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তা নতুন মাত্রা যোগ করেছে।

বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা ও গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গেও সফরকালে আলোচনা হতে পারে। পাশাপাশি দুদেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনেও দৃষ্টি দেবে উভয় পক্ষ।

এদিকে, চীন সফরের আগে বিএনপির একটি প্রতিনিধি দল আগামী ১৭ জুন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। এই ধারাবাহিক আন্তর্জাতিক সংযোগ ও সংলাপকে বিএনপির কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল নিয়ে গঠিত একটি মাল্টিপার্টি প্রতিনিধিদল চীন সফর করেছিল। সেই সফরে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন-পরবর্তী সময় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেসব আলোচনা চলছে, তার আলোকেই চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিএনপি। এ ধরনের সফর আন্তর্জাতিক পরিসরে বিএনপির অবস্থানকে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *