তারেক রহমান দেশের ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন, এতে কোনো বাধা নেই। তিনি ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সালনা হাইওয়ে থানায় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

সেখানে তিনি আরও জানান, সম্প্রতি ভারত থেকে সীমান্তের বিভিন্ন এলাকায় অনিয়মিতভাবে বাংলাদেশি নাগরিকদের নাম দিয়ে ‘পুশ ইন’ হচ্ছে, যাদেরকে অমানবিকভাবে ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারের কাছে জানানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় চিঠিপত্রও পাঠানো হয়েছে। তিনি বলেন, “যদি তারা এদেশের নাগরিক হয়, তাহলে তাদের সঠিক প্রক্রিয়ায় দেশে আসার ব্যবস্থা করা উচিত।”

এর আগে তিনি করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে উপস্থিত লোকদের মধ্যে মাস্কও বিতরণ করেন।

স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহারে সতর্ক থাকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং বলেন, “আমার বক্তব্যের খণ্ডিত অংশ লেখা ঠিক হবে না, পুরো বক্তব্যই তুলে ধরবেন যাতে পার্শ্ববর্তী দেশ বিভ্রান্ত না হয়।”

অন্যদিকে, গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, যদিও সুনির্দিষ্ট তারিখ দেননি।

এদিকে, শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *