হজ শেষে দেশে ফিরেছেন ৮৬০৬ বাংলাদেশি, মৃত্যু ২৩ জনের

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

২০২৫ সালের হজ পালন শেষে গত দুই দিনে মোট ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৩৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭ হাজার ৭৬৯ জন হাজি।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বিষয়ক দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় মারা গেছেন ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফার ময়দানে ১ জন হজযাত্রী।

হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে গত মঙ্গলবার (১০ জুন) থেকে এবং তা চলবে ১০ জুলাই পর্যন্ত। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

চলতি বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) হজে গিয়েছেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১৩ হাজার ৭৭ জন সৌদি আরব পৌঁছান।

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রার ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে।

এছাড়া, বর্তমানে সৌদিতে সরকারি হাসপাতালে ২৩ জন হজযাত্রী চিকিৎসাধীন আছেন। হজ চলাকালীন বিভিন্ন সময়ে মোট ১৯৩ জন হজযাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *