সাতকানিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি সেগুন গাছ থেকে মো. মামুন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ এটিকে আত্মহত্যা বললেও, অনেকের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যা হতে পারে।

ঘটনাটি ঘটে গত বুধবার (১১ জুন) সকালে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈতরণী গ্রামে, সাঙ্গু নদী সংলগ্ন একটি সেগুন বাগানে। গলায় গামছা পেঁচানো অবস্থায় মামুনের মরদেহ গাছে ঝুলে থাকতে দেখা যায়।

নিহত মামুন স্থানীয় ছিদ্দিক আহমদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন মঙ্গলবার মামুনের মা চট্টগ্রাম শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাড়ি ফিরে মাকে না পেয়ে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আর সে ফিরে আসেনি।

পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে সাঙ্গু নদীর পাশের বাগানে সেগুন গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা ছিদ্দিক আহমদ বলেন, “আমার ছেলে কেন এমন করলো, কিছু বুঝে উঠতে পারছি না। ওর কোনো মানসিক সমস্যা ছিল না। এটা আত্মহত্যা নাকি তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রেখেছে—তা এখনো স্পষ্ট নয়।”

এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

স্থানীয়দের মধ্যে অনেকেই বলছেন, মামুনের আচরণে আত্মহত্যার ইঙ্গিত থাকলেও তার পরিবারের বক্তব্য এবং মরদেহ উদ্ধারের পরিস্থিতি সন্দেহজনক। ফলে মৃত্যুর কারণ নিয়ে এখনও এলাকায় রহস্য ঘনীভূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *