ওসি আফতাবের নির্দেশনায় চান্দগাঁওয়ে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাবের দিকনির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে জুম্মাবার রাতে (১৪ জুন ২০২৫) এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মোঃ আফতাবের নির্দেশে এসআই মোঃ কলিম উদ্দিন ও এসআই সুজন কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইটি পৃথক মামলার আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রথমজন হলেন—
রিমা আক্তার (২৪), স্বামী-মৃত মোরশেদ আলম চৌধুরী, পিতা মোঃ হারুন মুরাদ, সাং-ছালেহ আহমেদ চৌধুরী বাড়ী, চর রাঙ্গামাটিয়া, পোঃ-মোহরা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম। তার বিরুদ্ধে চকবাজার থানার সিআর মামলা নং-৪১০/২১, দায়রা নং-৩৫২৩/২২ মূলে পরোয়ানা জারি ছিল।

দ্বিতীয়জন হলেন—
মোঃ সোহরাব হোসেন (৩৩), পিতা-মোঃ নুরুল আলম, মাতা-শিরিন বেগম, সাং-বাহির সিগন্যাল বেপারী পাড়া, সিরাজ সওদাগরের বাড়ি, বিল্ডিংয়ের ৫ম তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়েরকৃত সিআর-১২২৯/২৪, ধারা-যৌতুক নিরোধ আইন ২০০০ এর ৩ ধারা অনুযায়ী পরোয়ানা জারি ছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব বলেন, “অপরাধীদের গ্রেফতারে আমাদের থানা পুলিশ সদা প্রস্তুত। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *