গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক

খসরু মৃধা:

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা মীরের এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী ৬ ভূয়া পুলিশ কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
এদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,পূবাইলের নারায়নকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০) , হৃদয় (২০)(সাবেক পুলিশ সদস্য), পূবাইলের বসুগাও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), পূবাইলের হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)।

পুলিশ জানায়,শনিবার বেলা সাড়ে ১২ টায় পূবাইলের মিরের বাজার এলাকায় নিজেদের কে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয়লোকজন তাদেরকে সন্দেহ হয় হলে,পূবাইল থানা পুলিশকে খবর দেন,এসময় পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদে করে এবং তারা যে ভূয়া পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ হেফাজতে নেয়।

আটককৃতদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, পুলিশের ক্যাপ, দুইটি ওয়াকি টকি, ২ টি খেলনা পিস্তল,হাতকড়া সহ ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতরা পুলিশ এবং ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাই সহ অপকর্ম করে থাকতে পারে, জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *