“তরুণ জনপ্রতিনিধি সিমুলেশন—নলছিটি পৌরসভা সংস্করণ” সফলভাবে অনুষ্ঠিত

আমির হোসেন:

বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয় সরকার কাঠামোয় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো “তরুণ জনপ্রতিনিধি সিমুলেশন—নলছিটি পৌরসভা সংস্করণ”। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন CARO (Care for Assets, Resources and Obligations) এর Player One Initiative-এর আওতায় এবং স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি-এর বাস্তবায়নে এ আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায়, নলছিটি উপজেলা মিলনায়তনে।

“আজকের প্রস্তুতি—আগামীর নেতৃত্ব” স্লোগানে আয়োজিত এ সিমুলেশন কর্মসূচিতে অংশ নেন নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ জন তরুণ প্রতিনিধি ও ৩ জন নারী, যাঁরা এলাকার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তারা প্রতীকী কাউন্সিলর ও মেয়রের ভূমিকায় পৌরসভার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার উপর আলোচনা করেন এবং একটি প্রতীকী পৌর পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেন—যা দেশের ইতিহাসে প্রথমবার তরুণদের নিয়ে স্থানীয় সরকার কাঠামোয় এমন আয়োজন।

প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেন মো. খালেদ সাইফুল্লাহ। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা নির্ধারণ ও সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন। অধিবেশন থেকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:

  • পৌর প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কাজের সামনে তথ্যফলক স্থাপন

  • নাগরিকদের জন্য পাবলিক ড্রিংকিং ওয়াটার পয়েন্ট স্থাপন

  • নির্দিষ্ট গার্বেজ জোন নির্ধারণ করে বর্জ্য ব্যবস্থাপনা

  • দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন

  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিবহন ও শিক্ষায় অগ্রাধিকার

  • সাপ্তাহিক স্বাস্থ্য ক্যাম্প চালু

  • “নাগরিক শুনানি দিবস” পালনের উদ্যোগ

  • ডিজিটাল ওপেন অ্যাক্সেস প্রকল্প তথ্যভাণ্ডার

  • নাগরিক উপদেষ্টা পর্ষদ গঠন

সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষাবিদ ও অংশগ্রহণকারীদের অভিভাবকগণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুল আলম খান বাহার, শহীদুল ইসলাম, কামরুজ্জামান মান্না, সুজনের পৌর সভাপতি একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

CARO-এর পক্ষ থেকে জানানো হয়, এটি একটি পাইলট উদ্যোগ, যা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে এ মডেল বিস্তৃত করা হবে। এ প্রকল্পের মূল ট্যাগলাইন ছিল—“Simulate Today, Lead Tomorrow”।

তারুণ্যের নলছিটি-র সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত বলেন, “দ্বিতীয় প্রাচীন পৌরসভা নলছিটি আজ অব্যবস্থাপনা ও দুর্নীতিতে জর্জরিত। এ প্রতীকী সম্মেলনে তরুণরা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে—যা বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “তরুণদের হাতে দায়িত্ব তুলে দিলে তারা শুধু স্বপ্ন দেখায় না, সমাধানের রূপরেখাও দেয়—এই আয়োজন তার প্রমাণ।”

আধুনিক ও জবাবদিহিমূলক শাসনের প্রতীক হিসেবে তরুণ জনপ্রতিনিধি সিমুলেশন ইতোমধ্যেই একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অধিবেশনের শেষে মেয়র খালেদ সাইফুল্লাহ দশটি সিদ্ধান্তের রেজুলেশন পাঠ করে সমাপনী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *