মোঃ আল আমিন:
সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের আয়োজনে নিজ বাসভবনে অনুষ্ঠিত হলো জামপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা তরুণ দলের সাবেক সভাপতি ঈসমাঈল ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হাজি, শফিকুল ইসলাম খাজা, সুলতান মাহাম্মদ টিপু, সানাউল্লাহ, শফিকুল ইসলাম মেসি, করিম, সেকু, আল-আমিন, লিটন ভূঁইয়া, আলম, খলিল মিয়া, মো. হবির আহম্মদ হবি, রাকিব, সাইদুর, মাজহারুল, শাহারুল, জুয়েল, বাবুল, আব্দুল্লা, জামান প্রমুখ।
পূর্ণমিলনীতে নেতারা বলেন, “ঈদের আনন্দের পাশাপাশি এই মিলনমেলা আমাদের দলীয় ঐক্য ও আগামী আন্দোলনে প্রস্তুতির সংকেত দেয়।”
আলোচনায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপট, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।