স্বাধীন বিনোদন ডেস্ক:
ঈদের বিশেষ নাটক ইউটিউবে প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নাটকটি আগাম প্রচারণা ছাড়াই এবং সংশ্লিষ্ট শিল্পী-নির্মাতাকে না জানিয়ে ইউটিউবে প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
জানা গেছে, ‘আপন পর’ শিরোনামে একটি ঈদ বিশেষ নাটক সম্প্রচারিত হয়েছে দীপ্ত টিভিতে। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। নাটকটি ১৩ জুন দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। কিন্তু এ বিষয়ে শিল্পীদের কেউ অবগত ছিলেন না বলে অভিযোগ করেছেন নিলয়।
তিনি ফেসবুকে ক্ষোভ জানিয়ে লিখেছেন, “দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (শুক্রবার)। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনও আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না।”
ডিজিটাল প্ল্যাটফর্মে নাটক রিলিজের আগে যথাযথ প্রচার-প্রচারণা দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা।
তবে নেটিজেনদের একাংশের মতে, নিলয়ের এই পোস্টও হয়তো নাটকটির প্রচারেরই একটি কৌশল। কারণ ইতোমধ্যেই নাটকটি ইউটিউবে ভালোসংখ্যক ভিউ পেয়েছে।