`আমার বাবা’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আমার আদর্শ আমার বাবা
আমার বাবা আমার প্রেরণা,
কারো সাথে হয় না তুলনা
আমার বাবা শ্রেষ্ঠ বাবা।
আমার শিরা উপশিরায় রক্তকণিকায়
মিশে আছে সুখে-দু:খে সব জায়গায়,
সর্বক্ষণ সবসময় পথ চলায়
বাবা শক্তি ও সাহস যোগায়।
বাবার স্মৃতি প্রতিনিয়ত একসাথে
চিন্তা-চেতনায় সফলতার পথে,
চলবো আমরা মিলে মিশে
কেঊ যাবো না সংঘাতে।
বাবা চলে গেছেন না ফেরার দেশে
তাঁর স্মৃতি বারবার ফিরে আসে,
তিনি জান্নাতুল ফেরদৌসের মেহমান
প্রতিনিয়ত বাড়ছে তাঁর সম্মান।
বাবার আদর্শ মানবতা সততা
অসহায়কে সহায়তা করায় সফলতা,
বাবার আদর্শ বাস্তবায়ন করি
সফল সমৃদ্ধ জীবন গড়ি।

লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
সভাপতি, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *