স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বেসামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরাইলের হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই বর্বর আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বেসামরিক জনগণের ওপর হামলা মানবতার বিরুদ্ধে ক্ষমাহীন এক অপরাধ। ইসরাইল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত একটি সত্তা। এর আগ্রাসনই এই অঞ্চলে এক সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে।”
উত্তর কোরিয়া একই সঙ্গে ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, “এই পরিস্থিতি প্রমাণ করে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা পৃষ্ঠপোষকতাহীন একটি দখলদার শক্তি ইসরাইল, যা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এক ‘ক্যান্সার সদৃশ সত্তা’। এই শক্তিগুলো বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূলহোতা।”
তিনি বলেন, “ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, অথচ মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো তা প্রশ্নবিদ্ধ করছে। এই আচরণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন উসকে দিচ্ছে।”
উল্লেখযোগ্য যে, উত্তর কোরিয়ার এই বিবৃতি এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের প্রতি আমার ধৈর্য ফুরিয়ে গেছে।” এর জবাবে পিয়ংইয়ং ওয়াশিংটনকে সংযত থাকার আহ্বান জানায় এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে— যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অযাচিত হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রণযোগ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।