পাঁচ বছরের পরোয়ানাভুক্ত আসামি আকবর শাহ থানায় গ্রেফতার

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবর শাহ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দীর্ঘ পাঁচ বছর ধরে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২১ জুন ২০২৫ ইং তারিখে এসআই ইসমিট চাকমা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নিয়ে আকবর শাহ থানাধীন এলাকায় এ গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে মামলাসংখ্যা ৪০(৭)১৮, জিআর ২৮৬/১৮, দায়রা নং ৯৪২৫/১৯, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) ৯(খ) অনুযায়ী জিআর সাজাপ্রাপ্ত ৫ বছরের পরোয়ানাভুক্ত আসামি বিবি খাদিজা @ মুক্তা বেগমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুক্তা বেগমের স্বামী ইদ্রিস মিয়া এবং তার ঠিকানা একেখান ফকির তালুক আহমদুর রহমান সওদাগর বাড়ি, থানা আকবর শাহ, চট্টগ্রাম।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *