আব্দুর রহিম জয়,বগুড়া:
বগুড়ায় আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের আলোচিত নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হত্যাসহ একাধিক মামলার আসামি আব্দুল মতিন সরকারের উপর হামলা ও পঁচা ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার (২২ জুন) বেলা ৩টার দিকে তাকে আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা তার ফাঁসির দাবিতে আদালতের বাহিরে মিছিল করে।
এদিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বছরের ৪ আগস্ট শহরের স্টেশন রোডে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এএসআই আবু জাফর।
জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।
তিনি শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে এক ডজন হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি পলাতক ছিলেন।